ফর্সা হওয়ার টিপস (সংক্ষেপে): 1. লেবুর রস ও মধু: লেবুর রস ও মধুর মিশ্রণ ত্বকে লাগান, ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। 2. দই ও বেসন: দই ও বেসনের প্যাক ত্বকে উজ্জ্বলতা আনে। 3. অ্যালোভেরা: প্রতিদিন অ্যালোভেরা জেল ব্যবহার করুন। 4. পর্যাপ্ত পানি পান: ত্বক আর্দ্র রাখতে দিনে ৮-১০ গ্লাস পানি পান করুন। 5. সানস্ক্রিন ব্যবহার: রোদে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করুন। 6. স্বাস্থ্যকর খাবার: ফল, শাকসবজি ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান। এই নিয়ম মেনে চললে অবশ্যই ১/২সেড ফর্সা হবেন।